তুমি আমার
   আশার সাগরে
        জেগে উঠা চর,
যেখানে তুমি
      আর আমি
         বাঁধিবো সুখের ঘর।

রাত জাগা
      রঙিন স্বপ্নগুলো
          মনাকাশে পাখা মেলে উড়ে,
বুকভরা ভালোবাসা
        অচেনা হৃদয়ে
         বৃষ্টি হয়ে অবিরাম ঝরে পড়ে।

তাং ২৩ জানুয়ারি ২০২৩ খ্রি