ইচ্ছেগুলো বুকের মাঝে,
স্বপ্ন দেখে মৃত সাজে।
লালিত সাধনার যে পদক্ষেপ,
এখন হাতছাড়া, করে শুধু আক্ষেপ।
তিন আঙ্গুলের চিহ্নিত কপাল,
সকালের কল্পনা নাগাল পায় না বিকাল।
মনের বায়নাগুলো বাড়ায় যাতনা,
দুঃখের সাগরে সুখের ঢেউ ওঠে না।
জীবনের বাঁকে বাঁকে
প্রিয় কতো ব্যথা জমা রাখে।
তেমন মন বোঝার মানুষ কই
ভালোবাসার হিসাব নেবে পই পই।
তাং ১ ফেব্রুয়ারি ২০২৫