অনেক অপেক্ষার পর
তিনারা আসলেন শেষে,
কপটের অকপট স্বীকারোক্তি
যাবো তোমায় ভালোবেসে।
টাউটিপনা আর কতো
এবার না হয় একটু থামো!
হৃদয়ে তোমার কালিমামাখা
এভাবে কেনো নীচে নামো?
হাতের রেখা আবছা হলো
হাতে হাতে ঘষতে ঘষতে,
কিছুটা সুবিধার জল পেতে
জীবনটা শেষ তৈল মাজতে মাজতে।
হিসাবের খাতা ভরা তোমার
অনৈতিক পথের ধনে,
সময় আসবে একদিন হয়তো
খুঁজে পাবে না কপটদের কোনখানে?
বাকিটা থাক হয়ে ইতিহাস
লোকে করবে উপহাস,
যৌবনে কাকও সুন্দর
একসময় কুত্তাও খায় ঘাস!