মুখোমুখী বসিবার সময় কই,
ভার্চুয়ালের কানেকশানে মনের খবর লই।
কেউ কি জানে পাসওয়ার্ডের ছয়টা বর্ণ,
শুধু একটা বর্ণ ছাড়া সবগুলো শূন্য।
অমাবস্যার রাতে জোনাকি পোকার সেই গল্প,
প্রতিবার কথার শেষে বলতে অল্প অল্প।
রাতের তারা দেখে দেখে হতো ভোর,
ভোরের হাওয়া ছুঁয়েই যেত দূর- বহুদূর।
সময় কই? সময় নিয়ে মুখোমুখী বসিবার,
ইচ্ছে মতো খোলা প্রান্তরে হাত ধরে হাঁটিবার।
কাশফুলের সাদা রঙে হাত বোলানোর শখটা,
মনের ঘরে উঁকি মারে পুরানো সোনালি ডায়েরিটা!