অস্বীকার করবে
তুমি কাহাকে?
ভালোবেসে
আঁচলে রেখেছ যাকে!
বুকে জড়িয়ে যাকে
চুমু দিলে এঁকে,
না কি?
আদরে আদরে যে গেলো বেঁকে।
কে প্রেমিক?
সারাক্ষণ করে যে রঙ্গ!
মন চাইলে মন পাবি
আর দেহ চাইলে দেহ?
মানবতার আবরণে ব্যবসা,
স্বার্থসিদ্ধি হলেই চম্পট।
বেশধারী সাধু!
মধু খেয়ে উল্টিয়ে রাখে পট।
সফল হতে তেল চাঁটে,
তেলে জলে একাকার!
ঠকিয়ে ঠেকিয়ে পগারপার,
লোকে চেঁচিয়ে বলবে, বেটা বাটপার।