চৈত্রের মাঝামাঝি
বসন্তের বাকি ক'টা দিন,
প্রিয়তমা জানি,
শুধিতে হবে ভালোবাসার ঋণ!
বলেছিলে প্রিয়তমা!
মন চাইলে মন পাবে,
দেহ চাইলে দেহ,
চুপিচুপি সব হবে,
জানবে না তো কেহ!
নয়ন দুটো তোমার
একেকটি পাঠাগার,
আর ঠোঁট যেন
উত্তাল যমুনার পাড়।
একদা বলেছিলে,
"কেউ হলো না আমার।"
দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে
আর কতো অভিনয়,
স্বার্থপর এ জীবনে
এখন বোবারাও কথা কয়!