চারপাশে ছিলো যারা
শুধু স্বার্থের তরে,
সময়ের স্রোতে তারা
হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে।
দু"চোখের মাঝে
স্বপ্ন ছিলো যাদেরকে ঘিরে,
সময়ের ব্যবধানে তারা
নোঙ্গর করেছে অন্যের নীড়ে।
মানুষ চেনা এ জগতে
কঠিনের চেয়ে আরো কঠিন,
যুগের আবর্তে জেতার স্বপ্নে
কলিজায় বিঁধে দেয় বিষাক্ত পিন।
স্বজন ভজন মেকি ভালোবাসা
স্বার্থটাই এখন দৃশ্যমান,
কাকে মেরে কে নেবে কেড়ে
হৃদয়টা যেন শয়তানের বাসস্থান।