আঁধার রাত্রিতে আলোকিত আকাশ,
এক মহামানব যাত্রী আজি মিরাজের পথে।
দুনিয়া ছাড়িয়ে, সপ্তাকাশ পেরিয়ে,
জগৎসমূহের মহান রবের সান্নিধ্য পেতে।
এ রাতে প্রভুর পুণ্য আহ্বান,
স্রস্টার সান্নিধ্যে পুলকিত মনপ্রাণ।
শান্তি ও প্রেমের অপার মহিমায়,
পরতে পরতে রয়েছে তাঁহার গুণগান।
রাত্রি রংধনুর মতো, স্বপ্নের মতো,
ছড়িয়ে দিল "কি এক দ্যুতি স্নিগ্ধতা?"
প্রেমের ভারে হৃদয় উড়ে সারারাত,
বিশ্ব জাহানে ছড়িয়েছে মিরাজের মুগ্ধতা।