ক'দিন ধরে ভাবছি নিরলে,
শান্তির খুঁজে যাবো এবার জঙ্গলে,
গ্রাম আর শহর দখল নিচ্ছে চণ্ডালে,
বুকভরা নিঃশ্বাস নিবো তমাল তলে।

আকাশ বাতাস যেনো কাঁদছে,
কাঁদছে প্রকৃতিও একাকী আবেগে,
প্রেমিক মনও কাঁদে, জল বয়ে যায় চোখে,
অব্যক্ত কথাগুলো জমা রয় কবি'র বুকে।

নানান রঙের পাখপাখালি ডাকছে,
শান্তির খুঁজে এসে দেখছি এ জঙ্গলে,
এখানেও অসুরেরা সবই নিচ্ছে দখলে,
বৃক্ষরাজি ধ্বংস করছে ওরা কৌশলে।

শান্তি নেই, নেই কোনো শান্তি তথায়,
শান্তির খুঁজে আজ সকলেই অসহায়,
শান্তির বাপও শান্তির জন্য বুক ছাপড়ায়।