ভালবাসায় ফুল
ফোটে মরা গাছে,
হিংসুক জ্বলে মরে
ব্যর্থতায় পাছে।
কপট যারা অকপটে
মিথ্যা যায় বলে,
নিজেই পড়ে ধরা
নিজের পাতা জালে।
স্বার্থপররা স্বার্থের তরে
বদলায় রঙ,
অভিনয়ে পাকা তারা,
সময়ে সাজে সঙ।
প্রেমেও অমলিন,
যেনো নিঃস্বার্থ খেলোয়াড়,
অন্তরে মলিনতা দেখে
লজ্জা পায় জানোয়ার।
নগদে বিশ্বাসী শুধুই
পেতে চায় ক্যাশ,
পারলে দিবে বেচে
এ মোর সোনার দেশ।
দাপট, কপট আর মেতে
ধ্বংসের খেলা,
ভুলে যাওয়া উচিত
কি জনতার ঠেলা?