আকাশ কোণে উঠেছে
একফালি বাঁকা চাঁদ,
সেই চাঁদ দেখে মুমিনগণ
ইবাদতে মশগুল রবে সারারাত।
হৃদয় হবে শুদ্ধ
পবিত্র সিয়াম সাধনায়,
আত্মশুদ্ধির এ মাসে
সময় কাটুক প্রভুর বন্দনায়।
শয়তানের ফাঁদে পড়ে
অনেকে করবে সিণ্ডিকেট,
দ্রব্যমূল্য বাড়িয়ে
অশান্ত করতে চাইবে মার্কেট।
আল্লাহ ছাড় দেন
কিন্তু কাউকে দেন না ছেড়ে,
সময়ের সাথে সাথে তিনি
সবকিছু নিতে পারেন কেড়ে।
পশ্চিম কোণে ঐ বাঁকা চাঁদ
উঠলো হেসে আকাশে,
আনন্দে হিয়া উঠলো নেচে
হর্ষধ্বনি উঠলো ভেসে বাতাসে।
তাং ০১ মার্চ ২০২৫ খ্রি.