পবিত্র রমজান মাস আসুক,
রহমতের দরজা খুলে,  
আলোর জোয়ারে হৃদয় জুড়ে,
শান্তি বয়ে যাবে সুশীতল ছায়াতলে।

পুণ্যের সময় শুরু হবে,
সৎ কাজ করার সোনালী দিন,  
মন্দ কাজ ত্যাগ করে,
ফিরে চলো, বাজে সুন্দরের বীণ।

আল্লাহর রহমতের বৃষ্টি,
ঝরে পড়ুক প্রতিটি প্রাণে,  
সালাত, রোজা, জিকিরে ভরো,
জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে।

দ্বার খোলা রবে রহমতের
ক্ষমা চাওয়ার অবারিত সুযোগ,
প্রতিষ্ঠা পাবে আল্লাহর বিধান
ধরায় বিরাজ করবে সোনালী যুগ।

রমজান মানে শুধু উপবাস নয়,
আত্মা শুদ্ধি লাভ করা,  
পথের ভুল মুছে,
আলোর পথে জীবন গড়া।

মহিমান্বিত মাস আসছে,
পাপের পথ ভুলে সৎ পথে চলো,  
রমজানের পবিত্রতায়,
দেহ-মনকে পরিশুদ্ধ করে তোল।  

এসো সুন্দরের পথে,
মহাগ্রন্থ কুরআনের আহ্বান,
সবার জীবন আলোকিত হোক,
আমাদের রব, বড়ই দয়াবান।

তাং ১১ ফেব্রুয়ারি ২০২৫