জানালার পর্দা সরিয়ে দেখি,
রাতের আকাশে ব্যথিত চাঁদ,
হাজার তারার মাঝে কাঁদে অহর্নিশ।
গঙ্গাবাড়ির নমিতা দেবীও কাঁদে,
স্মৃতির উঠানে ইজ্জত হারিয়ে,
হলুদ জবার ফুল খোঁপায় গুঁজে!
সেই পথ আর মাড়াই না বালিকাদের দল,
হানা দেবে বলে হায়েনার মতো।
হৃদয়ে বেঁধেছে বাসা জগৎশেঠ, উর্মিচাঁদ!
কি আর হবে, ভেবেই চলে শুধু এ হৃদয়,
মীরজাফর, ঘসেটি বেগম ও ক্লাইভরা,
দাঁত খিলিয়ে হাসে ইতিহাসের পাতায়!