জীবনের রঙিন সময় একেবারে কম,
যেকোন সময় ফুরিয়ে যাবে দম,
পরান পাখি উড়াল দেবে দেখিলে যম।

আজিকে মিথ্যার সাগরে কাটছ সাঁতার,
হিসাবের ডায়েরিটা দেখো বারংবার,
নতুবা মাটির ঘরটি থাকবে একেবারে অন্ধকার।

পরের হক মাফ হবে না, আছে কুরআনে,
মানুষ মনুষ্যত্ব হারায় লোভের কারণে,
সুন্দর জীবন নষ্ট হয়, পাইলে শয়তানে।

তাং ৯ ডিসেম্বর ২০২২ খ্রি.