রঙ মহলের রঙ্গিলারা
আজ বড়ই অসহায়,
রসের হাঁড়ি উপুড় করে
আঁচল ছেড়ে পালায়।
রঙ্গিন স্বপ্ন ভর করে
দু'চোখের পাতায়,
ভালোবাসা বিলীন আজি
টাকার নেশায়।
নেশা নেশা চোখে
ইশারায় ডাকে,
মৌমাছি রাগ করে
মরে যায় মৌচাকে।
কৌশলে রাবণ
ফাঁদ পাতে আড়ালে,
যৌবন খুঁজে মরে
মায়াবী জালে।