ছাড়তে হবেই দুনিয়া,
একেবারেই খালি হাত নিয়া,
কী জবাব দেবে গোরস্থানে গিয়া?

ঠকায় টেকায় হাতিয়ে নিয়া,
কোনো শান্তি নেই ওখানে গিয়া,
সবকিছুর জবাব দেবে হিসাব করিয়া।

আড়ালে পাপ করিয়া,
কী হবে নীরলে কাঁদিয়া,
সব ছেড়ে এসো সুন্দরের পথ ধরিয়া।

তিনিই রব, সব পারেন কিন্তু,
পরের হক মাফ করবেন না একবিন্দু,
ঝুড়িতে ভরে থাকুক যত পূন্যের সিন্ধু।

তাং ৩১ জানুয়ারি ২০২৫ খ্রি.