অধরা তারাগুলো হাসে দূরাকাশে,
নির্জন পথে চলছি হাত ধরে পাশে।
তবুও লাগে এ অবুঝ মনে একা,
লাজুক মনে উড়ে যায় জোনাকি পোকা।

শীতল হাওয়ায় উড়তে চায় আবেগী মন,
দুঃখগুলো জড়ো হলে বুকে ধরে কাঁপন।
মায়া ভরা পথের ঘাসগুলো করে উপহাস,
নীল কাগজে লেখা হবে বিরহের ইতিহাস।

কেন মনে ভাসে স্মৃতিগুলো এ নিরালায়,
বার বার ভেবে যায়,কতো রবো অপেক্ষায়?
অচেনা হৃদয়গুলো আজ কেন ভাবিয়ে তোলে,
প্রজাপতি মন খুঁজে বেড়ায় তারে ফুলে ফুলে।