প্রিয়হারা নয়না বিবি হাসে,
কেউ নেই তার পাশে,
শুধুই নয়নকোণে জল আসে।

মেয়ে হারিয়ে ঝিনটু পাগল,
তেমোহনীর বটতলে বকছে অনর্গল,
তুমি আমি, আমি তুমি,..আরো কত কি?

এখানে ভালবাসা কাঙ্গালের মত,
যমদুত সাক্ষাত ইশারা,
অসহায় মানুষগুলো দিশেহারা!