অভিমান ভেঙে প্রিয়
       এসেছো ফিরে অদ্য,
চলো, দু'জনায় আজি
        পড়বো প্রেমের পদ্য।

অনেক কথা হবে
  হাত দুটো ধরে পাশাপাশি,
কানের কাছে ছোট্ট করে
      বলবো, খুব ভালবাসি।

হেসো না, হেসো না,
   বানাবো প্রেমের ঘর,
কান পেতে শুনো,
     কি বলে এই অন্তর।

কতো রাগ হৃদয়ে
অনুরাগ হয়ে যায় ভেসে ভেসে,
ও হৃদয়ে এতো প্রেম
কেন জেগেছে তোমারি পরশে?