চলো যাই প্রেমের বৃন্দাবনে,
লুকিয়ে রাখবো হৃদকোণে!
ভাবছো বুঝি মনে মনে,
কথার ঝুড়ি ভরবো দু'জনে।
নয়ন জুড়ে দেখবো হাসি,
হাত ধরে হাটবো পাশাপাশি।
চুপটি করে বলবো ভালবাসি,
দেখব কাশফুল রাশি রাশি।
গাঁথবো মালা নাম না জানা ফুলে,
প্রথমবারে পরিয়ে দেবো গলে।
মৌমাছিরা গান করবে দলে দলে,
লুকোচুরি খেলবো দু'জন আড়ালে।