বন্ধু তোর ভালোবাসায়
ভেঙ্গেছে বুকের পাঁজর,
পাড়া পড়শি বলে,
আমাকে নাকি ধরেছে আছর,
বন্ধু রে তুই এখন
সাজাচ্ছো কার বাসর?
এ সাদা মনে দাগ লাগিয়ে
দিয়েছো কলঙ্কের অপবাদ,
এ যাতনায় দু'চোখে
ঘুম অাসেনি কতো রাত,
জনম জনম কেটে যাবে,
যেনো ক্ষমাহীন অপরাধ!
বন্ধুহীন হয়ে এ অন্তর
সদা করে আনচান,
বিলীন আজি হৃদয়ে
গড়ে উঠা প্রেমের বাগান,
যেদিকেই দুই চোখ যায়
ভালোবাসার পৃথিবী যেনো বিরান!