পৌষের শুরুতে ঠাণ্ডায় জবুথবু
ঝাঁকুনিতে হচ্ছে জওয়ান বুড়ো কাবু।
সকালের নরম রোদে শিশুর দল,
খড়কুটোর আগুনে করছে কোলাহল।
পাড়ার মৌসুমী নেতা তেমোহনার মোড়ে,
রাজনীতির ব্যবচ্ছেদ করছে গলা ঝেড়ে।
আসমার বিবির বাপ ছেঁড়া কম্বলে ঢাকা,
কনকনে ঠাণ্ডায় স্তব্ধ রোজগারের চাকা।
লাল কম্বল যদি না পায় এবার শীতে,
ঠাণ্ডায় নিশ্চয়ই যম আসবে তারে নিতে।
চৌদ্দগোষ্ঠির কথা শুনাক, কম্বল দে যদি,
ছেনুর মা বসে আছে, মনে সেই আশা বাঁধি।
পৌষে কষ্টে থাকে বেশি অসহায় ভবঘুরে,
কত বিচিত্র মানুষের বাস এ জগৎ জুড়ে।
ভাবনায় মজিয়া ভাবুক, থাকে নিশ্চুপ,
কেউ অসহায়, কেউ প্রাচুর্যে দে ডুব।