বিগত আর আগত
তিনিই সবই অবগত,
তাঁরই ইশারায় হয় যে
আসমান জমিনে ঘটে যত।
নির্ধারিত সময় অব্ধি
ছাড় দেন যিনি,
ইবলিশকেও দিয়েছেন
মহাগ্রন্থে ঘোষণা করেছেন তিনি।
অনাগত সময়গুলো অজানা নয়
মহাগ্রন্থে বলেছেন মহান প্রভু,
মহাসত্যের বাণীই সত্য
মিথ্যা হয় না যে কভু।
চারিদিকে আসমান-জমিন আর পাহাড়
জ্ঞানীদের জন্য তাঁর নমুনা,
কতো শত আছে যে নিদর্শন
তারা খুঁজে না, যারা খুঁজে পাপের যমুনা।
সমুদ্র দেখো, রত্নে ভরা
জীবন যেখানে সুখে ভরপুর,
কিসের অভাব! চেয়ে দেখো
অভাব নেই, তাঁর ভান্ডার টইটম্বুর।
বের হলে পাবে পথের সন্ধান
মিলবে যা চাও,
বন্দেগী তাঁর করলে
হৃদয় হবে পূরণ, এখান থেকে নাও।
হিংসা কেনো করো মনে পোষো
হে মানব সন্তান,
প্রতিটি পরতে পরতে ছড়িয়ে আছে
খুঁজলেই পাবে তার সন্ধান।
কি চাও স্বর্গ নাকি নরক?
মনকে করো পরখ,
হাতে তাঁর রয়েছে সবই
এখনি নাও সত্যের ছবক।
মিথ্যা আজ ছড়িয়েছে দুনিয়ায়
লাভ ও লোভের হয়ে বশবর্তী,
মহান রব ছেড়ে দেননি
সেদিন দেখবে তাদের দুর্গতি।
যুগে যুগে কতো জাতি
ধ্বংস করেছেন তিনি,
কল্যাণ ছেড়ে অকল্যাণের পথে
যারা চলেছে দিন রজনী।
ফিরে আসলে মঙ্গল
করে নাও যে তওবা,
তিনি রব, ক্ষমাশীল, দয়ার সাগর
এ দ্বীনের নবী হযরত মোস্তফা (দঃ)।