পথে নামিলেই
খুঁজে পাবে পথ,
পথেই আবার
ঘটিতে পারে বিপদ।

পথই দিবে
পথের সন্ধান,
সঠিক পথ পেলেই
বনে যাবে মহীয়ান।

পথে ভিন্ন খোঁজ
পেতে অনেকেই রোজরোজ,
ভুল পথে পা বাড়ালে
করে না কেউ আর খোঁজ।

পথ হয় না কুসুমাস্তীর্ণ
পথে ঘটতে পারে বিরোধ,
সৎপথ কখনোই হারায় না
অসৎপথ হবেই অবরোধ।

ভুল পথে আগুয়ান
এ পথের সঙ্গী শয়তান,
সুন্দরের পথ খুঁজে পথিক
হতে রবের মেহমান।

তাং ৪ নভেম্বর ২০২৩