যেখানে উদাস হাওয়ায়
নীলিমার নীলে সাজে সমুদ্র,
মন খুঁজে মন,
প্রকৃতির রঙে অপরূপ বৈচিত্র।
প্রিয়ার চরণ ছুঁয়ে যায়,
ধেয়ে আসা নোনাজলে,
শিহরণে দুলে উঠে দেহমন
নীরবতা ভাঙ্গে ঢেউয়ের কোলাহলে।
ওখানে মন চাইলে মন,
আর দেহ চাইলে দেহ,
নোনাজল ছাড়া তাতে,
বাঁধা হয় না কেহ।
আড়ালে আবডালে চুপিচুপি,
ওখানে প্রকৃতি হয়ে উঠে বহুরূপী
আবেগী মন খুঁজে বেড়ায় মন
খেলায় মজে কাঁকড়াগুলো বালুতে যায় ডুবি।