ওরা ঐ দিনেও বলবে মিথ্যা,
নিজেকে রক্ষা করতে যথাতথা,
ধরলে থাকবে না কেউ রক্ষাকর্তা।
ওরা জানেই না অথচ,
সবকিছুর প্রমাণ যেন তথৈবচ,
ওরা মানুষকে বোকা ভাবে পুনশ্চ।
নিজেদের চালাক মনে করে খুব,
ওরা ভুলে যায়, পাপের সাগরে দিয়েছে ডুব,
কতো চালাক-চতুর রয়েছে একেবারে চুপ।
উপরে-নীচে কত জনা আছে
শুধু লাইন ভাঁজের কাজে,
মধু পিয়াসী লাবণ্যের খুঁজে।
নিশিতে ভাবছো এ বুঝি পালাবে,
পাপের শিকল আষ্টেপৃষ্টে জড়িয়ে রবে,
হিসাব তোমার এ ধরাধামে হবেই হবে।
এখানে পার পাওয়া যায় ভিন্ন ভিন্ন অজুহাতে,
অন্যকে ল্যাং মেরে দাবড়িয়ে বেড়াচ্ছো এ জগতে,
ওখানে মনা, পড়বে ধরা, বিশ্ব প্রতিপালকের হাতে।
সময় থাকতে এসো ফিরে আলোর পথে,
মানুষকে কষ্ট দেয়ার পাপ, ক্ষমা চাও দু'হাতে,
দুদিনের এ দুনিয়া, ছাড়তে হবে শূন্য হাতে।