আর বাঁচবে কত দিন?
সেকেন্ড, ঘন্টা কিংবা দিন!
যমের দেখা হবে রে একদিন।

দিনের পরে মাস এভাবে বছর,
গাঁট্টাগোঁট্টা বাঁধো মনা অতঃপর!
কিছুই হবে না, ছাফ করো অন্তর।

আশেপাশে ওঁত পেতেছে মীরজাফর,
কাকে নিয়ে বাঁধো সুখের ঘর!
এ দুনিয়া আপন নয় রে সবই পর।

বিশ্বাসটা হারিয়ে গেছে মানুষের 'পর,
ভালবেসে ভেঙে দেয় অন্তর!
মধু পান করে পালায় মধুকর।

বাস করে লোভের সরোবরে,
পাপ থেকে বাঁচতে পূণ্য খুঁজে মরে!
আড়ালে সাঁতার কাটে পাপের সাগরে।

তাং ৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.