কলম এক, চিন্তা ভিন্ন,
ইতিহাস বহন করে চিহ্ন।
ভাবছো বাঁশি শুধু তুমিই বাজাবে!
প্রাণের বান্ধব, তা কি করে হয়?
ইতিহাস তোমারটাও না হয়...
চতুর ক্লাইভ আর মীর জাফর,
পাপ টানছে পৃথিবীর পর।
হৃদয়ে বেঁধেছে বাসা অবিশ্বাস,
তারপরেও কি হাত ধরে চলা সম্ভব?
তারচে ভালো গায়ে মাখা ধুলাবালি,
কষ্টে যাবে হয়তো ক'টা দিন,
সবকিছু বলেছি খোলাখুলি!
রাতের আকাশে তারাগুলো থাকে পাহারায়,
প্রেমের পান্ডুলিপি চুরি হওয়ার ভয়ে।
মন্দের ইতিহাস আজ করে উপহাস,
সোনালি কলমের আঁচড়ে!
পথের ধূলায় লুটিয়ে থাকা
অসহায় পিপীলিকাটাও একদিন,
তার অধিকারের নিশ্চয়তা করবে দাবি,
পাপিষ্ঠ সদা তটস্থ থাকবে,
সে নিজেই যে একজন পাপী।
হয়তো একদিন কলমের আঁচড়ে,
দাঁড়িয়ে থাকবে পাপীদের একই কাতারে,
সাধুসঙ্গ থেকেই কি ঢাকা যাবে,
ধীরে ধীরে গড়ে উঠা পাপের পাহাড় আঁধারে?
তাং ০৮/০২/২০২১