করুণসুরে ডেকে ডেকে ঘুঘু পাখিটা
বসলো ধসেপড়া কবর থেকে উঠে
আসা শিমুল গাছের ডালে,
ডানা দুটো ঝাপটিয়ে আবারো
একটানা ডেকেছিলো পাখিটা।
কি-ই জানি, পাখিটার বুকে কী
দুঃখের কথা জমা ছিলো এমন করে।
হয়তো প্রিয়াহারা বেদনায় বিহ্বল হয়ে
ঐ কবরটার গাছে এসে বসেছিলো।
দখিণা বায়ুর শীতল পরশে
ঘুঘু পাখিটা ডালটার সাথে বুকটা
রেখে একটানা ডাকছিলো এবার।
মাথাটা এলিয়ে দিয়ে ডাল
থেকে ঝরে পড়লো উল্টো হয়ে।
দেখে তা, মনটা আজি ভীষণ
বেদনাহত, হৃদয়াকাশে
পাখিটা যেনো উড়ে বেড়াচ্ছে,
অসংখ্য শুভকামনা
ঘুঘু পাখিটার তরে...