রাতের আকাশে চাঁদের খেলা,
নিশ্চিহ্ন হয়ে যায় ভোরবেলা।
পৃথিবীর 'পরে কতজন দেখায় খেল,
একদিন পুরিয়ে যাবে জীবন গাড়ির তেল।
দাপট দেখিও না মানুষকে কভু,
যিনি কখনও ছাড় দেন না, তিনিই প্রভু।
অহংকার করা পাপ, পাবে না কখনো মাফ,
এ জীবন শুধু নয়, এ ভেবে কান্দে আসমার বাপ।
তাং ১ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.