চেনাবাগানে অচেনা ফুল,
মধুকরের মন পেতে থাকে ব্যাকুল।
চেনা ফুল ফোটে রয় ডালে ডালে,
প্রজাপতি প্রেমে মজে দলে দলে।

আকুল হইয়া প্রাণ নাচিয়া বেড়ায় মৌমাছি,
প্রেমিকমন করে আনচান, পেতে চায় কাছাকাছি।
মায়ায় জড়িয়ে পুস্প হারিয়ে পেলে অমৃত মধু,
অকালে ঝরে পড়ে কামনার বাসরে ফুল বধু।

মালির শত্রু বুলবুলি প্রিয়ার সনে কোলাকুলি,
ভাগের বাটোয়ারা খুঁজে চলে চোরাগলি।
চেনাবাগানের অচেনা ফুলগুলো পাচ্ছে কদর,
নিশিকুটুম নিশিরাতে মধু খুঁজে ফুলের ভেতর।

তাং ১৫/০৫/২০২৪