লট হিসেবে কিনে
পাঞ্জাবি আর শাড়ি,
গ্রহীতার ছবিসহ
ফেসবুকে দেয় তাড়াতাড়ি।
ঈদে বাংলা সেমাই
চিনি আর ছোলা,
দেয় আলুসহ ভরে
পলিথিনের ঠোলা!
তথাকথিত দানবীরের
বাড়িতে বসায় মেলা,
আশেপাশের মানুষকে
দেখায় আজব খেলা।
তবে এ সমাজে
অনেক মানুষ আছে,
সহায় নিয়ে
যায় অসহায়ের কাছে।
আবার অনেকে দানের
চেয়ে চায় নাম বেশি,
নামওয়ালারা সুযোগ
নিতেই রয় পাশাপাশি।
ভেতরে ইবলিশ রেখে
বাইরে ধরে বেশ,
ওদের সংস্পর্শে গেলে
জীবন হবে শেষ।
আয়ের ধরণ না জেনে
কেউ নিলে দান-উপহার,
দু'চোখে নামবে আষাঢ়
আর দেখবে অন্ধকার।