কতো নামী-দামি নামজাদা,
শাহ-সুফি শাহজাদা,
পিতার বলয়ে গড়ে উঠা পীরজাদা।

হারামখোরের নাদুসনুদুস হারামজাদা,
সাহেব-বিবি'র আদরের সাহেবজাদা,
রাজা বাবুর অকর্মা গুণধর নবাবজাদা।

বীরের কুলে জন্ম নেয়া বীরজাদা,
পিতার পরিচয়ে আধার আধা,
লোকে কয়, দাদার টাই তো গাধা!

তাং ২০ অক্টোবর ২০২৩ খ্রি.