জীবন থেকে চলে যাচ্ছে
একটি একটি করে দিন,
ভাবলে অন্তর উঠে কেঁদে
স্বাদের জীবন হবে বিলীন।
প্রতিদিন সকাল হয়
পূব আকাশে উঠে রবি,
মানসপটে আঁকি শুধু
প্রিয় তোমার মুখচ্ছবি।
আজ আছি, কাল নেই
এই হলো দু'দিনের জীবন,
লোভের সরোবরে সাঁতার কাটছে
সেজে থাকা কত্তো সুজন!
তুমি আর আমি চেয়ে আছি
তিনি কখন দেন ডাক,
জীবনের মানে খুঁজতে খুঁজতে
এ হৃদয় ভেঙে হয়ে যায় ভাগ ভাগ।
তাং ২৭ সেপ্টেম্বর ২০২৩