স্বার্থের গলিতে
বারো রকম মানুষ,
কেউ পেয়ে আর
কেউ না পেয়ে করে আপসোস!
স্বার্ৎের দুনিয়ায়
মানুষের মন বড়ই আজব,
সবাই মিলেছে আজি
স্বার্থের করিডোরে করতে উৎসব।
মায়া-মমতা সব মেকি
মিথ্যারে বড্ড ভালোবাসি,
স্বার্থটা ফুরিয়ে গেলে
কেউ আর রয় না পাশাপাশি।
সততা বনবাসে
সুন্দর এখন অসুন্দরের কবলে,
মিথ্যা দিয়ে দিন শুরু
সত্যের মৃত্যু হয় অসুরের ছোবলে।
তাং ২২ নভেম্বর ২০২৩