কবি করে না
কারোর স্তুতি,
তাই কবির সঙ্গী হয়
চারপাশের প্রকৃতি।
কবি তুলে আনে
নিষ্ঠুর থেকে প্রেমপ্রীতি,
দেখায় সুন্দরের পথ
যেন মানুষের মাঝে বাড়ে সম্প্রীতি।
কবি সুন্দরের পূজারী
তুলে ধরে অসঙ্গতি,
কবি লোভের উর্ধ্বে ওঠে
গায় মানবতার গীতি।
কবি কখনো করে না ভয়
সদা হৃদয়ে প্রভু রয়,
সত্যের জয় নিশ্চয়
রবের ঘোষণা, মিথ্যার পরাজয়।
তাং ২১ নভেম্বর ২০২৩