কিশোর গ্যাং নিয়ে
চিন্তিত অনেক প্রতিবেশি,
যৌবনের মাদকতায়
    ইবলিশ বাজায় বাঁশি।

দল ভারী করা অজনপ্রিয়
নেতার আজব কেরামতি,
এলাকায় দাপট দেখাতে
মানব সমাজ আজ অধোগতি।

ভাবুক ভাবে চারপাশ,
রয়েছে শয়তানের বসবাস,
নিজের দাপট দেখাতে
   মনে করে কপটতার চাষ।

স্বজনও এখন নাম তুলছে
         মীরজাফরি কিতাবে,
ওঁৎ পেতে আছে সুযোগে
        ওরা গলায় রশি পরাবে।