আপত্তি কিছু নেই,
যদি বলো বাসি,
চোখ বুঝে মরে যাবো
গলায় দেবো রশি।
একটুকু ভালোবাসা
চাঁদের মতো হাসি,
দেখোনি এ বুকে
এতদিন থেকে পাশাপাশি।
মেঘে ঢাকা নীলাকাশ
ঐ নীলিমায় নীল,
ডানা মেলে উড়ে যায়
প্রেমাতুর গাংচিল।
ফুলের মাঝে পোকাগুলো
লীলায় করে খিলবিল,
অথচ দেখো! তোমার আর
আমার কি এমন মিল।
সবকিছু ছেড়ে যদি
মনটা যেতো পাওয়া,
দখিনা হাওয়ায় বসে
শোনা যেতো গান গাওয়া।
অনায়াসে ভালোবাসার
মরুদ্যানে হতো যাওয়া,
এতকিছুর পরেও ভুল
করে ভুলে যাওয়া।