ঝরা ফুলের গন্ধে এসেছ
তুমি বিলম্বিতার বাসরে,
জেনেছ কী, এত দিন ছিল
কার বাহুডোরে?
আসল-নকল ভেবে দেখা হয় না
ওরা নগদে বিশ্বাসী,
পরের ক্ষেতের ফসল পেতে
ওরা থাকে পাশাপাশি।
নিশির বাসরে পান করে
কচি ফুলের মধু,
সময়ে সেজে থাকে
জগতের মায়ার সাধু।
তেলে ভাজা কৈ মাছটা
নিজের করে পেতে চায়,
কতো স্বজন জীবনের বাঁকে বাঁকে
মকসুদ পূরণ হলে পালায়!