মানুষ মাপার বাটখারা যখন টাকা,
সৎ মানুষ সমাজে অবান্তর বেঁচে থাকা।
অসৎ লোক যখন হয় পূজিত,
সমাজে তখন সৎলোক হয়ে যায় মৃত।
সৎ মানুষ বোকা হয়, অসৎ হয় ধূর্ত,
ধরাধামে ঠকানোর চাল, করে তারা রপ্ত।
এছাড়াও আছে বিচিত্র মানুষের বসবাস,
বেশভূষায় বুঝা যায় না, অন্তরে লালসার চাষ।
ওঁৎ পেতে থাকে, দেখতে অপরের সর্বনাশ,
উঠে পড়ে লেগে থাকে, হাতে নিয়ে তুরুপের তাস।
হাতে জপের তসবিহ , গলায় পুঁতির মালা,
পুরাপুরি সাজে সাধু আর সাজায় আরতির ডালা।
মানুষ মরলে ভালো হয় জানাযার মাঠে,
কেউ আবার সাধু হয়ে চড়ে শ্মশান ঘাটে।
মানুষ মাপার বাটখারা অঢেল ধন-রতন,
বিবেক মারা যায়, মনুষ্যত্বে ধরে পচন।