হারামখোর আরামে থেকে
আগের কাতারে ঠেলাঠেলি,
লোকচক্ষুর অন্তরালে
মুনাফাখোরের সঙ্গে কোলাকুলি।

মুখোশ পরে সাধু সেজে
আমজনতাকে মারে লেকচার,
আঁধারে লাইন ধরে ওরা
নিষিদ্ধ পল্লীর দরজার।

এ ধরনের লোক আছে
আমার ও তোমার আশেপাশে,
মানুষ রতন, মানুষ যতন
এ মানুষ নগদ পেতে ভালোবাসে।

তাং ২৬ ফেব্রুয়ারি ২০২৪