চোখে বৃষ্টি আর অন্তরে
বয়ে যায় কালবৈশাখি ঝড়,
অবিশ্বাসের চাষ করে
সেই তুমি আমাকে করেছো পর।
সাজানো বাগানে এখন
ফুলে ফুলে উড়ে দুষ্ট ভোমর,
মনোপাখিরা হারিয়ে গেল
কেউ নেয় না তার খোঁজ-খবর।
রূপের হাটে কত্তো রূপালি
হারিয়ে যে গেল চিরতরে,
মনে মদন লাল ধড়ফড়ায় আর
ঘসেটি রাণী সাঁতরায় লোভের সরোবরে।