বুকে জড়িয়ে পিঠে মারো ছুরি,
যদি চাও প্রমাণ, তাও দিতে পারি,
ফাঁস হবে তোমার সকল জারিজুরি।
ভণ্ডামি তোমার গায়ে গায়ে ঠাঁসা,
সরল লোক বুঝে না তোমার ভাষা,
তবে, সকলেই জানে তুমি লাভের চাষা।
ভাগটা তোমার বরাবরই ছিল বেশি,
লাভের আশায় সর্বদা থাকো পাশাপাশি,
অথচ, তুমি মানবতার কথা শোনাও রাশি রাশি।