লাল দেখলে মারে গুঁতো,
পাটা ওখা ঘষাঘষির ছুতো।
মনের সাথে মনের লড়াই,
ভালবেসে বলছি, করো না বড়াই।
তোমার চ্যানেলের সবক'টি স্টেশনে,
মানুষকে কষ্ট দিয়ে রাখো টেনশনে।
মন টানেলের গোড়ায় লুকোচুরি খেলি,
মনটা কেড়ে প্রেমের বীজে ফসল তুলি।
জোয়ার আসে না কখনো মরা গাঙ্গে,
সাধের জীবন মরীচিকায় হারায় নানা রঙে।
সুখ যদি পাও তবে ছেড়ে যেও এ হৃদয়টারে,
শুধু ধোঁকা ছাড়া কিছুই নেই এ কপটের ভিড়ে!