সকলেই ছেড়ে গেলেও ওরা থাকবে হয়ে আপন,
শেষ ঠিকানা পর্যন্ত রবে এ কফিন আর কাফন।
রাত্রির শেষে আঁধার তাড়িয়ে আসবে যখন ভোর,
প্রাণপাখি উড়ে যাবে, চারিদিকে উঠবে করুণ সুর।

স্বার্থ আর স্বত্ব নিয়ে জীবনে করেছো কাড়াকাড়ি,
স্বার্থটা ষোলো আনা নিতে মেরেছো  বুকে ছুরি।
গরীবের ধন লুটপাট করে বানিয়েছো কতো বাড়ি,
ধরাকে সরা জ্ঞান করে বাড়িয়েছো নিজের ভুড়ি।

সবকিছু ফেলে শূন্য হাতে ছাড়তে হবে দুনিয়া,
আঁধার কবরে কিভাবে রবে একাকী শুইয়া।
মনকে জিজ্ঞেস করো, এত্তো সব কার লাগি,
কাছের মানুষও সটকে পড়বে তোমায় রাখি।

উইলো কাঠের কফিনে মুড়িয়ে দেবে মানকিন্থান,
কারো ঠিকানা হবে গোরস্থান আর কারো শ্মশান।
শেষ বিচারে অপরাধী মনে হবে বিধাতার মুখোমুখি,
হিসাব বড়ই কঠিন,  ইবলিশও সেদিন হবে না সঙ্গী।