কোন এক বিকেলে
পাখিরা ফিরে যায় নীড়ে,
কবি মন ডুব দেয়, স্মৃতিরা কেঁদে মরে।
লাজুক লাজুক মেয়েটি প্রকৃতির কোলে
অপার সৌন্দর্যে নিজেকে হারায়,
নাম না জানা ফুলেরা গন্ধ বিলিয়ে যায়।
নীলিমার নীলে নীলাক্ত আকাশ
সাদা সাদা মেঘে ঢেকে থাকে সারাক্ষণ,
ধীরে ধীরে বয়ে যায় সেই দখিণা সমীরণ।
লুকিয়ে থাকা তারাগুলো সাঁঝের আলোয়
আকাশের গায়ে জেগে জেগে উঠছে,
জোনাকিরা আলো জ্বেলে দল বেঁধে উড়ছে।