মহিষ খুশি পেলে কাদা,
ভারে খুশি বেকুব  গাধা।
বকশিসে খুশি চামচা,
জলে খুশি বাচ্চা।

বলদ খুশি খড়ের গাদায়,
কর্তা খুশি উপরি টাকায়।
কুত্তা খুশি উচ্ছিষ্ট খাদ্যে,
নাচুনী খুশি ঢোল-বাদ্যে।

হংস খুশি বর্ষার জলে,
প্রিয়া খুশি বাহুডোরে।
শঠ খুশি ছলনায়,
বোকা খুশি কল্পনায়।

ধার্মিক খুশি প্রার্থনায়,
প্রেমিক খুশি বেদনায়।
শিশু খুশি প্রশংসায়,
ভাবুক খুশি ভাবনায়।