এ দুনিয়ায় কেউ আপন নয়
সবাই নিজস্ব পথে চলে,
এক সময় যেন, কেউ কেউ
পাশে আসে, আবার যায় চলে।
অধিকারের সম্পর্কের মাঝে
স্বার্থের কারণে ধরে ফাটল,
মধুর সম্পর্কও চাপা গ্লানিতে
এক সময় তোলে পটল।
বিশ্বাসের শব্দগুলো
হাওয়ার মেঘের মতো উড়ে,
বন্ধু মনে হলেও,
সময়ের সাথে যায় দূরত্ব বেড়ে।
ভালোবাসা, সহানুভূতি
কিছুই হয় না স্থায়ী,
মুহূর্তের মায়া, আগামীর স্বপ্ন
সবই হয়ে যায় অস্থায়ী।
কখনো তুমি, কখনো আমি,
সকলেই আলাদা পথের যাত্রী,
দুঃখের পথ একলা
কখনো শেষ হয় না দুঃখের রাত্রি।
পৃথিবীতে আসা, থাকা,
চলে যাওয়ার মাঝে—
কেউ আপন নয়,
সবাই শুধুই সঙ্গী, মায়ায় মজে।
হোঁচট খাওয়ার পর
বুঝা যায় কেউ কারো নয় ,
ভরসার স্থল একমাত্রই
মহান প্রভু পরম করুণাময়।
তাং ২১ ফেব্রুয়ারি ২০২৫