যখন মেঘে
ঢাকতো আকাশ,
ধীরে ধীরে বয়ে
যেতো দখিনা বাতাস।
মনটা করতো
সদা আনচান,
নীড়ে ফেরা পাখিরা
আনন্দে করতো গান।
প্রিয়ার কালো কাজল রঙে
সাজতো চারপাশ,
মন খোলে দেখতো আঁখি
জলকণায় পূর্ণ দুর্বাঘাস।
পুরনো দিনের কথা আজি
প্রিয়া কহে কানে কানে,
দেহমনে ঢেউ
খেলে যায় প্রেমের টানে।
তাং ২৮ জানুয়ারি ২০২৫