সত্যের সাথে মিথ্যার দ্বন্দ্ব
চলছে আর চলবে চিরদিন,
আলোর সাথে কালোর দ্বন্দ্ব
এখন বাড়ছে দিনকে দিন।
কবি'র সাথে অনিয়মের দ্বন্দ্ব
অবলীলায় তা প্রকাশ পায় কবিতায়,
সুন্দরের উপাসক কবি,
আজীবন মানবতার গান গেয়ে যায়।
স্তুতি গাইতে পারে না কবি,
ওটা নয় কবি'র কর্ম,
সত্য সুন্দরের পথে রাখে
জীবনবাজি, এটাই তো ধর্ম।
কলম তাঁর চলে অবিরাম
অন্যায় আর অবিচারের বিরুদ্ধে,
কতো মহৎ প্রাণ করেছে দান,
এ ধরাধামে সুর আর অসুরের যুদ্ধে।